পৃথিবীতে প্রথম মানুষ ও নবী আদম আলায়হেস সাল্লাম এক হাজার বছর বাঁচেন। আদমের মৃত্যুর পর তাঁর বংশধর কিছুকাল ধর্মের পথেই চলেছিল, কিন্তু অবশেষে আদম (আ.) এর বংশধররা অনেকেই আল্লাহতায়ালাকে ভুলে তাঁর আদেশ লঙ্ঘন শুরু করল। হজরত আদম আলায়হেস সাল্লামের বংশধর যখন শয়তানের প্ররোচনায় ভ্রান্ত হয়ে পড়ল তখন আল্লাহতায়ালা তাদের হেদায়েতের জন্য মাঝে মাঝে নবী পাঠাতে লাগলেন। এভাবে হজরত শিশ আলায়হেস সাল্লাম, হজরত মাহলাইল আলায়হেস সাল্লাম, হজরত ইদ্রিস আলায়হেস সাল্লাম প্রমুখ বহু নবী একে একে আসলেন। যাদের কবর বর্তমান ভারতের পাঞ্জাবে মুজদ্দেদে আলফে সানীর কবরের অদূরে রয়ে গেছে। আদমের সন্তানদের সুপথে আনার জন্য তার পর আসলেন হজরত নূহ আলায়হেস সাল্লাম। হজরত নূহ আলায়হেস সাল্লাম যখন মানুষকে সদুপদেশ দিতেন, তখন শয়তান তাদেরকে বলত, 'ওর কথা শুনিস না, কানে আঙুল দে।' ফলে আদমের বংশধররা এমনই শয়তান-ভক্ত হয়ে গেছিল যে, সত্য সত্যই তারা কানে আঙুল দিয়ে পালাতে লাগল নূহ নবীর কথা শুনে।