ছোট ইউসুফ (আ.) তাঁর পিতা ইয়াকুব (আ.)-কে বললেন, 'হে আমার পিতা! আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্র, চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করছে।' ইউসুফ (আ)-এর স্বপ্নের কথা শুনে ইয়াকুব (আ.) বুঝতে পারলেন যে, তাঁর এই পুত্র মহাসম্মানের অধিকারী হবে এবং নবুওয়াতের ধারা তাঁর কাছে যাবে। তাই তিনি পুত্র ইউসুফ (আ.)-কে এই স্বপ্নের কথা তাঁর ভাইদের কাছে বলতে নিষেধ করলেন। কারণ তাঁর ভাইয়েরা যখন এই স্বপ্নের কথা শুনবে, তখন তারা তাঁর মর্যাদার কথা বুঝতে পারবে। আর মর্যাদার কথা বুঝতে পেরে, ইউসুফ (আ.)-এর ক্ষতিসাধন করতে পারে, এজন্য তিনি স্বপ্ন প্রকাশ করতে নিষেধ করলেন। ইউসুফ (আ.)-এর একমাত্র সহোদর ভাই ছিলেন বিন ইয়ামিন। অন্য দশজন ছিলেন তাঁর বৈমাত্রেয় ভাই। তাঁর বৈমাত্রেয় ভাইয়েরা আলোচনা করে বলেছিল, 'আমাদের পিতার কাছে নিশ্চয়ই ইউসুফ আর তার সহোদর ভাই আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা পুরো একটা দল, আমাদের পিতা স্পষ্ট ভুলের মধ্যে আছেন।'