কখনো কখনো মন- ঘোর অমাবস্যায় পথ হারায় চিরচেনা মুখগুলো বড্ড অচেনা মনে হয়, বাহ্যিক চোখে আসল রূপ অধরাই রয়ে যায়। কখনো কখনো মন- প্রেমের পিদিমে চিত্ত হারায় নিত্য ভেবে সত্য ভুলে, মুখোশের আবডালে- চেনা মানুষ অচেনা'ই রয়ে যায়। কখনো কখনো মন- সুখের অঞ্জলি দেয় দুঃখের দুয়ারে জীবনকে পেতে জীবন চলে যায়, আর জীবনের রূপ!- আজীবন অজানা'ই রয়ে যায়।