বাঁচতে হলে জীবনে কোনাে একটা নেশা লাগে। নেশা মানে মদ, গাঁজা, কিংবা সিগারেটের নেশা নয়। মাহির কাছে নেশার অপর নাম ফুটবল। ফুটবল খেলার প্রতি কী একটা নেশা ওর সেই ছােট থেকে! অন্য কোনাে নেশা ওকে কোনােদিন ছুঁতে পারেনি। এই খেলাপাগল ছেলেটার জীবনেও প্রেম আসে। অবাক করা ব্যাপার-জীবনে যাকে প্রথম ভালাে লাগল সেই মেয়েটাও ফুটবল পাগল। ভাগ্য ছাড়া আর কী বলবে এটাকে? নাহলে এই ফুটবল পাগল ছেলেটা ওই ফুটবল পাগল মেয়েটার প্রেমেই বা কেন পড়বে? কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে বােধহয় বেশি স্বপ্ন দেখতে নেই। পারিবারিক চাপে খেলাটাকে বিদায় জানিয়ে পড়াশােনায় মন দেয় মাহি। এক সময় ফুটবল আর ভালােবাসা দুটোই জীবন থেকে হারিয়ে যায়; তবে দুটোকেই ধরে রাখতে বদ্ধপরিকর মাহি। ইচ্ছে থাকলে আসলেই কি উপায় হয়?