কোনরকম জোরজবরদস্তি ছাড়াও মানুষের ওপর প্রভাব বিস্তার করা সম্ভব। কীভাবে? অল্প কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে। অবাক হচ্ছেন তাইতো? আপনাকে এড়িয়ে চলা মানুষও ঘুরে তাকাতে বাধ্য হবে যদি এই শব্দগুলো ব্যবহার করেন। অল্প কিছু শব্দ, কিন্তু এগুলো দিয়েই মানুষের উপর প্রভাব বিস্তার, প্ররোচনা এবং ব্যবসায়িক খাতে অসামান্য সাফল্য আনা সম্ভব। এই শব্দগুলো এবং এগুলোর ব্যবহার নিয়েই ফিল এম জোনস 'এক্স্যাক্টলি হোয়াট টু সে' নামে বইটি লিখেছেন। যে কারণে এক্স্যাক্টলি হোয়াট টু সে বইটি কিনবেন: ● যদি মানুষকে প্রভাবিত করতে চান। ● যদি ব্যবসার ক্ষেত্রে কাস্টমারকে প্রভাবিত করতে চান। ● যদি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে চান। ● যদি সহজে অন্য মানুষের কাছ থেকে কাজ হাসিল করে নিতে চান। ● যদি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন চান।
ভালো ছিল
Read all reviews on the Boitoi app
খুব ভালো একটু বই।
বইটা পড়ে অনেক বেশি উপকৃত হয়েছি। অনেক সাবলীলভাবে অনুবাদ করা। ধন্যবাদ প্রজন্ম টিমকে বইটি সহজলভ্য করে হাতের নাগালে পৌছানোর জন্যে। শুভ কামনা রইলো।