একটি সাধারণ দেড় রুমের বাসা। ভেতরে তেমন আলো নেই। পুরুষটি যথাসম্ভব জানালা ঘেঁষে একটি চেয়ারে বসে পত্রিকা পড়ছে অনেকক্ষণ। তার পেছনের দিকে একটি সেমি-ডাবল খাটে আধশোয়া একজন নারী। তার হাতে টিভির রিমোট। টিভি শব্দহীন চলছে। নারীটির দৃষ্টি টিভির দিকে থাকলেও টিভিতে তার মনোযোগ নেই। দাম্পত্য জীবনে তারা প্রায় কথাই বলে না। হাঁ হুঁ দিয়ে তারা তাদের দৈনন্দিন জীবন পার করতে পারে। কথা যা বলার তা নিজের সঙ্গেই বলা। পুরুষটির স্বভাব সামান্য কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিজেকে বাঁচিয়ে নেয়ার। যেমন: রাতে রান্নার তেল নেই। সে তেল ছাড়া ডাল খাওয়ার একটা উপায় বের করে নিতে পারবে। ডাল না খেলেও তার অসুবিধে নেই।