হে অসুখী গাছ, হে অসুখী গাছ, পাতা-পুষ্প ও ফলের চেয়ে তোমার কী চাই, হে অসুখী গাছ, তুমি চলো, শূন্য শুধুই শূন্য, ঘণীভূত তারারাও নয় কারো প্রতিবেশী, অসুখী গাছ, তুমি চলো, কিছু না করে চলো, অহেতুক চলো, যেভাবে ধুলোর দিকে যায় দেহ প্রেম ও সামান্য জ্যোৎস্না, চলো গাছ, অসুখী গাছ, শেকড়ের নিচে যে জল ও জলীয় তাতে তুমি তৃপ্ত নও, চলো গাছ, অসুখী গাছ;