আদানিয়া শিবলি সমকালীন ফিলিস্তিনি কথাসাহিত্যের অন্যতম নারী লেখক আদানিয়া শিবলির জন্ম ১৯৭৪ সালে অধিকৃত ফিলিস্তিনে। একাধারে তিনি একজন ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, প্রাবন্ধিক, নাট্যকার এবং অধ্যাপক। তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে মিডিয়া এবং কালচারাল স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং জার্মানির বার্লিন ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির ফেলো ছিলেন। তার উপন্যাস, নাটক, ছোটগল্প এবং আখ্যান প্রবন্ধ বিভিন্ন ভাষায় আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয় ১৯৯৬ সাল থেকে। ইংরেজিতে অনূদিত তার উপন্যাস মাইনর ডিটেইল ২০২০ সালে প্রকাশিত হয় এবং ২০২১ সালে 'ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ'-এর দীর্ঘ তালিকায় স্থান করে নেয়। এছাড়া উপন্যাসটি ২০২০ সালে 'ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্র্যান্সলেটেড লিটারেচার'-এর সংক্ষিপ্ত তালিকায় ছিল। তিনি 'টাচ' (২০০২) এবং 'উই আর অল ইক্যুয়ালি ফার ফ্রম লাভ' (২০০৪) উপন্যাসের জন্য দুবার ফিলিস্তিনের সম্মানিত 'ইয়ং রাইটার্স অ্যাওয়ার্ড' লাভ করেন। তিনি প্রবন্ধ সংকলন 'অ্যা জার্নি অব আইডিয়াস অ্যাক্রস : ইন ডায়ালগ উইথ এডওয়ার্ড সাঈদ' (২০১৪) সম্পাদনা করেন। তিনি আরবি, ইংরেজি, হিব্রু, জার্মান, ফ্রেঞ্চ এবং কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন। বর্তমানে তিনি ফিলিস্তিনের বিরজেইট বিশ্ববিদ্যালয়ের ভিজুয়্যাল আর্টস এবং দর্শন বিভাগে অধ্যাপনা করেন।
মা শা আল্লাহ 💚❤️
Read all reviews on the Boitoi app