সৃজনশীল লেখকের সাক্ষাৎকার মানেই তার অন্তর্লোকের উন্মােচন। অপরের সঙ্গে আলাপচারিতায় তিনি সহজ হন, নিজেকে মেলে ধরতে পারেন। এর মধ্যদিয়ে পাঠক যেমন তার প্রিয় লেখক সম্পর্কে জানতে পারেন, তেমনি লেখকও নিজের চিন্তা-ভাবনা, বিশ্বাস, কাজের পরিধি সম্পর্কে নিজেকে পুনর্বার সজাগ করেন। সাদাত হোসাইন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ও পরিশ্রমি লেখক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক এবং তারুণ্যের আইডল।