প্রত্যেকটা সফল মানুষের সফলতার পিছনে এক একটা গল্প আছে। সেই গল্পগুলোই অন্যদের সফল হতে উদ্বুদ্ধ করে। বি পজেটিভ' বইয়ের গল্পগুলোও ঠিক তাই। অনেক চড়াই-উতরাই পার করে সফলতা ছিনিয়ে আনার গল্প দিয়েই মূলত সাজানো হয়েছে ‘বি পজেটিভ'। এই বইয়ের প্রত্যেকটা গল্প বাস্তব জীবনের উপর ভিত্তি করে লেখা। ঘুরে দাঁড়ানোর গল্প দিয়ে সাজানো এই বইটি আপনাকে অনুপ্রাণিত করবে এটাই আমাদের বিশ্বাস। সবাইকে বি পজেটিভ, একটি পজেটিভ বাংলাদেশের গল্পে স্বাগতম...