মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁর কুরআনের খেদমতের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে নেন। একে লেখক, প্রকাশক ও পাঠক—সকলের নাজাতের ওসিলা বানান। আমাদের এমন কুরআনওয়ালা মানুষ বানান, যারা কুরআনের পাঠ ও শিক্ষা হৃদয়ঙ্গম করায় এবং প্রচার ও পালনে রত থেকে তাঁর নিজের পরিজন বলে গণ্য হয়। আমীন!