'বাবা আমি তোমাকে ভালোবাসি' এই কথাটি কোনোদিন বলা হয়নি। বাবা সত্যি তোমাকে অনেক ভালোবাসি আর মিস করি প্রতিনিয়ত...। আমি একজন সৎ, সাহসী ও বিপ্লবী মানুষের সন্তান, যার পরিচয় দিতে গর্বে বুকটা ভরে উঠে। আমার বাবা, যার হাত ধরেই আমার প্রথম হাঁটতে শেখা খেলা শেখা, পড়া-লেখা শেখা আরও কতকি! একটা সময় কতবার কল্পনা করেছি, বাবার মৃত্যু একটা দুঃস্বপ্ন মাত্র, যেকোনো সময় বাবা ফিরে আসবে। এখনও মাঝেমধ্যে স্বপ্ন দেখি, আমি আর বাবা হাঁটছি পাশাপাশি...। বিশেষ কোনো দিন বা বাবা দিবসে নয়, প্রতিটি মুহুর্তে বাবাকে মিস করি। বিশেষ করে কোনো বিশেষ লেখার সময় আর সামনে এগোতে পারি না। আমার সাংবাদিকতার পেছনে বাবার নিরব উৎসাহ ছিলো। কখনো বাধা দেননি, শুধু বলেছেন যা করো সততার মধ্যে দিয়ে করো। আমি সবসময় মনে করি বাবা ছাড়া আমি একজন অসম্পূর্ণ মানুষ। বাবা থাকলে যে আদেশ পেতাম, যা শিখতাম, তা হয়নি আমার জীবনে। সবসময় মনে হয়, আমার একজন পরম বন্ধু পাশে নেই, আমার মাথার উপর কোনো বটবৃক্ষের ছায়া নেই।