বাতাস ছুটে যাচ্ছিল বোঁ বোঁ বোঁ শন্ শন্ শ-- খুকু বলল, বাতাস, ও বাতাস, দাঁড়াও দাঁড়াও, আমি তােমার সঙ্গে যাব । বাতাস বলল, উহু, আমার একটুও দাঁড়াবার সময় নেই, আমার কত কাজ!! কি তােমার এত কাজ, বল না ।। কি কাজ? কাজের কি আর অন্ত আছে ? ঐ যে মেঘগুলাে দেখছ না-- সাদা সাদা মেঘগুলাে ? আমি ওদের বয়ে নিয়ে যাব, অনেক দূরে, অনেক দূরের দেশে। কেন, ওদের নিয়ে যাবে কেন ? ওরা কি করবে ? কোন দুরের দেশে গাে ? অনেক দূরের দেশে, যেখানে বিষ্টি হয় না, ঘাস গজায় না, ফসল ফলে না, ফুল ফোটে না, আয় বিষ্টি আয় বিষ্টি বলে সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে --ওরা যাবে সেই দেশে। তার পর সেখানে গিয়ে আগে ফোঁটায় ফোঁটায় বিষ্টি নামবে।