ইসলামোফোবিয়ার শিকড় কোথায় আর তার ডালপালা কীভাবে কতদূর ছড়িয়েছে, লেখক তার সুলুকসন্ধান করেছেন নির্মোহ গবেষণা ও বিশ্লেষণের চোখে। বইটির মূল প্রেক্ষাপট আমেরিকা ও ব্রিটেন হলেও কাছাকাছি চরিত্র যে সারা বিশ্বের, এমনকি বাংলাদেশেরও; তা সচেতন পাঠকমাত্রই বুঝতে অসুবিধে হবে না। বর্তমান পৃথিবীতে যখন সর্বোচ্চ দ্রুততম হারে বাড়ছে মুসলিম জনসংখ্যা, তখন ইসলামোফোবিয়ার প্রাদুর্ভাবও তার সঙ্গে পাল্লা দিয়েই যেন বাড়ছে। কোথাও মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হচ্ছে। ফলে এই সংকটের পেছনের কারণ ও কার্য-কারণ খতিয়ে দেখা সচেতন মুসলিমদের কর্তব্য বলতে হয়। এমন সময়ে এই বইটির প্রকাশ এর গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। স্যামুয়েল হান্টিংটনের ‘ক্লাশ অব সিভিলাইজেশন’ বা ‘সভ্যতার সংঘাত’ তত্ত্ব কী, কেন, কীভাবে—তা প্র্যাক্টিক্যালি বুঝতে চাইলে এই বইটির বিকল্প নেই।