অনেক অনেক দিন আগে তেপান্তরের মাঠ পেরিয়ে ছিলো এক রাজ্য। বিশাল সেই রাজ্যে ছিলেন প্রতাপশালী এক রাজা। রাজার ছিলো হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, অগণিত সৈন্য-সামন্ত, দাস-দাসী। আর ছিলো রাজ্য আলো করা এক রাজপুত্র্তসেই রাজপুত্রের নাম কিরণ কুমার। রাজপুত্র কিরণ কুমার ছিলো সকলের চোখের মণি, আদরের ধন। সেই যে কিরণ কুমার, তার একবার ইচ্ছে হলো সে দেশ ভ্রমণে যাবে। রাজা-রানী তো এ কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র রাজপুত্রকে চোখের আড়াল করে তারা বাঁচবেন কেমন করে? এ যে অসম্ভব! কিন্তু রাজপুত্র কিরণ কুমার ওসব মানতে রাজি নয়। দেশ ভ্রমণে নাকি তাকে যেতেই হবে!