রাহেলা একে একে সাত পুত্র সন্তানের মা হলেও তার মেয়ে সন্তানের আফসোস রয়েই গেল। যদি একটি মেয়ে হতো তাহলে মনের বাসনা পূর্ণ হতো, আর ছেলেরাও বোন পেত। রাহেলার গর্ভে সন্তান এসেছে আবার। মহাখুশি সে। যাক এবার তাহলে মেয়ে সন্তান হবে। অবশেষে রাহেলার মেয়ে সন্তান জন্ম নেয়। আল্লাহ মেহেরবান। তিনি তার বান্দাদের কোনো আশা অপূর্ণ রাখেন না। রাহেলা মেয়ের আদর-যত্ন নিয়ে খুব মেতে থাকে। মেয়ের জন্য কি থেকে কি করবে দিশা পায় না। বছর দুয়েক পর রাহেলার কোল জুড়ে আবার কন্যা সন্তান আসে। সন্তানটি দেখতে অনেক সুন্দর হয়, যেন সব আলো পৃথিবীতে নিয়ে এসেছে। মেয়ের আদর করে নাম রাখা হয় সুন্দরী। দিনে দিনে সুন্দরী যেন আরো সুন্দর হয়ে ওঠে। সবার কাছে তার আদরের শেষ নাই। কেউ চুল বেঁধে দেয়, কেউ খাওয়ায়, কেউ ঘুম পাড়ায়।