ছোট্ট একটা সংসার। সাজানো গোছানো মায়া মমতায় ভরা। বাহার আর বানিয়ার একমাত্র ছেলে নয়ন। ছেলেকে নিয়ে হাসিখুশিতে কেটে যায় তাদের দিন। বাহার স্ত্রীকে বলল, মাঝে মাঝে জাহিদ ভাইয়ের সাথে দেখা হয়। সে আমাকে বিদেশে যাওয়ার কথা বলে। জাহিদ আমাকে বলে, দেশে থেকে কী করবা, তার চেয়ে বিদেশে গিয়ে ভালো জীবন-যাপন করো। দেখো না, আমি কতজনকে বিদেশ পাঠাইলাম তারা কত ভালোই না আছে।