আতিক সাহেবের বিয়ে হয়েছে সবেমাত্র দু' বছর হলো। এ দু' বছরের মধ্যেই যেন আতিক সাহেবের ফ্যামিলির সবকিছু ওলট-পালট হয়ে গেল। অর্থাৎ পুরো সংসারটা এখন আতিক সাহেবের স্রী নসিমন বেগমের হাতে। নসিমন আবার দারোগার মেয়ে, তাই আতিক সাহেব কিংবা তার বাবা-মা বউকে কিছু বললেই তিনি পুলিশ-দারোগার গরম দেখান। তাদের পুরো বাড়িটাই যেন শ্বশুরবাড়ির লোকজনের দখলে। স্রীর দারোগাগিরি স্বভাবের কারণে আতিক সাহেব অসহায়ের মতো দিনযাপন করছেন। বিয়ের আগে আতিক সাহেবের জন্য তার বাবা-মা তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার মতো অনেক খোঁজাখুঁজি করার পর শেষমেশ নসিমনকে নির্বাচন করেছেন।