কল্পনায়ও গল্পের সৃষ্টি হয় অনেক সময়। তেমনি আমার ক্ষেত্রেও ঘটেছিল। মনে হলে এখনও গা শিউড়ে উঠে। সেদিন আমার স্কুলের সাইন্স ল্যাব নিচতলা থেকে চারতলায় শিফট করা হচ্ছিল। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধায় আমার উপর এ কাজটির দায়িত্ব পড়ে। নবম ও দশম শ্রেণীর ছাত্রদের সহযোগিতা নিয়ে আমি কাজটি করছিলাম। আমি ল্যাবে বসে অ্যাপারেটাসগুলো সাজাচ্ছিলাম। ছাত্ররা হাতে করে এনে এনে টেবিলের উপর রাখছিল। যন্ত্রপাতি আনতে ছাত্রদের কয়েক ঘণ্টা লেগে গিয়েছিল। ফিজিক্স এবং কেমিস্ট্রির অ্যাপারেটাসগুলো সাজানোর পর বায়োলজি অ্যাপারেটাসগুলো আনছে ছাত্ররা।