আমি বললাম, আমি জন্মকে স্বাগত জানাই, ধিক্কার জানাই মৃত্যুকে; ফুলকে স্বাগত জানাই, ধিক্কার জানাই কণ্টককে; দয়াকে স্বাগত জানাই, ধিক্কার জানাই নিষ্ঠুরতাকে; প্রেমকে স্বাগত জানাই, ধিক্কার জানাই ঘৃণাকে; বৃষ্টিকে স্বাগত জানাই, ধিক্কার জানাই খরাকে; আহারকে স্বাগত জানাই, ধিক্কার জানাই দুর্ভিক্ষকে; স্বাস্থ্যকে স্বাগত জানাই, ধিক্কার জানাই অসুখবিসুখকে; মৈত্রীকে স্বাগত জানাই, ধিক্কার জানাই যুদ্ধকে।