পিটার এফ ড্রাকার একালের ম্যানেজমেন্ট গুরু। পিটার ড্রাকারই প্রথম ‘জ্ঞানকর্মী’র কথা বলেন। আর একালের জ্ঞানকর্মীদের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার তাও চিহ্নিত করেন। তার মতে জ্ঞানকর্মীদের একটা বড় গুণ হলো জ্ঞানকর্মীরা নিজেরাই নিজেদের ম্যানেজ করতে পারেন, কোনো তদারকি ছাড়াই কিংবা খুবই অল্প তদারকিতে তারা তাদের ফলাফল উৎপন্ন করতে পারেন। নিজেই নিজেকে ম্যানেজ করা বলতে আসলে কী বোঝানো হয় পিটার ড্রাকার তা পরিষ্কার করেছেন এই বইটিতে। বইটি আকারে ছোট, কিন্তু ম্যানেজমেন্টের সাথে জড়িত সবার অবশ্য পাঠ্য। এটি হার্ভার্ড বিজনেস রিভিউ ক্লাসিক হিসেবে প্রকাশিত হয়েছিল। এটি এখন সহজ বাংলায় পড়তে পারেন।
অনুবাদটা কেমন যেন খটোমটো। এই অনুবাদকের অনুবাদতো অসাধারণ হয়। কিন্তু এই বইটার অনুবাদ কেন এমন হলো, বুঝতে পারছিনা।
Read all reviews on the Boitoi app