মোবাইল ফোন বর্তমানে একটি দৃশ্যমান ভাইরাস।এ ভাইরাসে আক্রান্ত ছোট বড় সবাই।মোবাইল ফোনের কারনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের কোমলমতি শিশু কিশোররা।মোবাইলের নেশায় আসক্ত হয়ে এরা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।পরিনামে এরা ক্ষতিগ্রস্ত হয় নানাভাবে। আলভী ও তার ভূতবন্ধু একটি কিশোর উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলভী। মেধাবী ছাত্র সে। বন্ধুদের দেখাদেখি সেও একটা স্মার্টফোনের স্বপ্ন দেখে।পেয়েও যায়।এরপর সে ফোনের নেশায় পড়ে যায়।তারপর কী হয়?আলভী কি পেরেছিলো ফোনের নেশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে? আলভী ও তার ভূতবন্ধু দিলরুবা নীলার দ্বিতীয় কিশোর উপন্যাস।তিনি এ উপন্যাসটিতে সমাজের কিশোর কিশোরীদের বর্তমান একটি সমস্যার চিত্র তুলে ধরেছেন।এবং সুন্দরভাবে এর একটা সমাধানও দিতে চেষ্টা করেছেন। উপন্যাসটি লিখতে গিয়ে তিনি সহজ শব্দ ব্যবহার করেছেন যা সবাইকে সুন্দর ভাবে বুঝতে সহায়তা করবে। আলভী ও তার ভূতবন্ধু পাঠক মহলে ব্যাপক সমাদৃত হবে বলে আশা রাখি।