পঞ্চাশের ভয়াবহ মন্বত্বর, যুদ্ধের ডামাডোল এবং দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা; সব মিলিয়ে দেশজুড়ে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বন্ধ হওয়ার জোগাড়। মাদরাসাশিক্ষা তো এমনিতেই খুড়িয়ে খুড়িয়ে চলছে, তার উপর এতসব অরাজকতা। আঘাতটা তাই মাদরাসাশিক্ষার উপর পড়েছিল সবচাইতে বেশি।