মাত্র ১০ বছর হলো আমাদের নবীজি নবী হয়েছেন। এরই মাঝে মারা গেলেন নবীজির চাচা আবু তালেব। বড় মজবুত এক ঢাল ছিলেন তিনি। তার কারণেই কুরাইশরা নবীজিকে কষ্ট দিতে পারত না। তার মৃত্যুতে কুরাইশরা আনন্দে লাফিয়ে উঠল। তাদের রক্তচোখ চকচকিয়ে উঠল। বন্য উল্লাসে মেতে উঠল তারা। শুরু হয়ে গেল নবীজির উপর বিভিন্ন রকম অত্যাচার। ভীষণ বিপদমুখী হয়ে পড়লেন নবীজি। শেষসময়েও নবীজি অনেক চেষ্টা করেছিলেন যেন তিনি ঈমান আনেন। কিন্তু কপাল পুড়লে যা হয়। তিনি ইসলাম গ্রহণ করলেন না। সম্মানই তার কাছে বড় ব্যাপার হয়ে ধরা দিলো।