কুরআন মাজিদের শব্দাবলির ব্যাখ্যার বেশকিছু পদ্ধতি আছে। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, সর্বপ্রথম কুরআন থেকে এর ব্যাখ্যা অনুসন্ধান করা। একে পরিভাষায় তাফসিরুল কুরআন বিল কুরআন বলে। দ্বিতীয় স্তরে আসবে সুন্নাহ দ্বারা তাফসির করা। পরিভাষায় একে বলে তাফসিরুল কুরআন বিস সুন্নাহ। পরবর্তী স্তরে আসবে সাহাবা-তাবেয়িদের বক্তব্যের আলোকে তাফসির করা। পরিভাষায় একে বলা হয় তাফসিরুল কুরআন বি-আসারিস সাহাবা ওয়াত তাবেয়িন।