দু'আ হচ্ছে ইবাদতের সার। ঈমানদারের অস্ত্র। এটা সঙ্গে থাকলে আমরা কখনও ব্যর্থ হব না; এটা ছাড়া আমরা কখনও সফল হতেও পারব না। দু'আ হচ্ছে আল্লাহর সঙ্গে চুপি চুপি কথা বলা - যা সবচেয়ে উন্নত, স্বাধীন, শক্তিশালী এবং পরিশুদ্ধ কথোপকথন। দৈনন্দিন আমলের জন্য এই কিতাবে কুরআন ও হাদীস থেকে দু’শর বেশি দু’আ সন্নিবেশিত করা হয়েছে যেখানে দু’আর অর্থ ও টীকা সংযুক্ত করা হয়েছে। টীকায় নির্দিষ্ট দু'আর ঐতিহাসিক প্রেক্ষাপট, ফযায়েল এবং বিশেষ তাৎপর্য বর্ণনা করা হয়েছে। কিতাবটি মূলত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. মুনাজাতে মাকবুল নামে সংকলন করেছিলেন। কুরআন ও হাদীসের দু'আ সম্বলিত এ কিতাব অর্থ ও ব্যাখ্যাসহ ইতিমধ্যে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। পাশ্চাত্যের ইসলামী চিন্তাবিদ ও লেখক খালেদ বেগ কর্তৃক ইংরেজিতে অনুদিত The Accepted Whispers এ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। মুনাজাতে মাকবুল নিয়ে এত তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী প্রকাশনা সম্ভবত আর কোন ভাষায় হয়নি। অনুবাদক মুনাজাতে মাকবুল-এর দু'আগুলোর অর্থ কেবল ইংরেজিতে অনুবাদই করেননি, বরং প্রতিটি দু'আর মূল উৎস উল্লেখপূর্বক মূল্যবান টীকাও সংযোজন করেছেন। এসব টীকায় দু'আর সারমর্ম, প্রেক্ষিত ও ফাযায়েল বর্ণিত হয়েছে যা এক কথায় অসাধারণ। এ উপলব্ধি থেকে কিতাবটির বাংলা অনুবাদ করে এদেশের পাঠকদের জন্য প্রকাশ করার তাগিদ অনুভব করেছি।
এই দোয়ার বইটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে"!! অনেকের কাছে এই বইটির কথা শুনেছি। তাই এই বইটি পড়ার জন্য যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিলো বিধায় কিনে ফেললাম"!!
Read all reviews on the Boitoi app