বিকালে রেডি হয়ে গেলাম বিয়ে খাবার জন্য। মেয়ের বাবা টাকা খরচ করেছে বলতে হবে! শুনেছি একমাত্র মেয়ে! এতো মানুষ সবাই ব্যস্ত নিজের নিজের কাজে! আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ব্যস্ত মেয়ে গুলো, মেয়ে গুলো ব্যস্ত ইনস্টাগ্রাম রিল/ টিকটক তৈরি করাতে! আর আমি ভাবছি,কখন খেতে দিবে। আমর কথা হচ্ছে দাওয়াতে গিয়ে বিরিয়ানি না খেয়ে আসা যাবে না! আমার পছন্দের খাবার হচ্ছে দুটি।১. বিরিয়ানি,২.গাজোরের হালুয়া! ঘন্টা দুই পর খেতে দিয়েছে। আমি খাবার খেতে বসবো এমন সময় দেখি বিয়ে বাড়ীতে দৌড়াদৌড়ি করতেছে! এক পলকে কান্না - কাটির পরিবেশ তৈরি হয়ে গেল। আমি দৌড়ে আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কি হয়েছে? আম্মু - যে ছেলের সঙ্গে হুমাইরার বিয়ে ঠিক হয়েছিল! (আম্মুর বান্ধবীর মেয়ের নাম হুমাইরা) এই ছেলে তার গার্লফ্রেন্ডর সঙ্গে ভেগে গেছে! এখন তুই বল হুমাইরার কি হবে? তুই তো ভালো করেই জানিস আমাদের সমাজ এখন হুমাইরা কে অলক্ষী বলবে। এই মেয়েটার আর বিয়ে হবে না। তুই বল মেয়েটার কি দোষ! হুমাইরার আম্মু তো জ্ঞান হারিয়ে ফেলেছে! বলতে বলতে আম্মু ও কেঁদে ফেলেছে ! সত্যি মেয়েটার ভাগ্য অনেক খারাপ!! হঠাৎ আমি আম্মুকে বললাম..........
ওহ সেই একটা গল্প
Read all reviews on the Boitoi app
মাশআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইরকম জীবন সঙ্গী সবাই চায়।
অনেক অনেক সুন্দর গল্প
অনেক সুন্দর
সত্যি অসাধারণ
সত্যি গল্পটা অসাধারণ ছিল। লেখক কে অনেক অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গল্পের জন্য।
অসাধারণ ভাই যা মনটা পাগল করে দিয়েছে সত্যিই
Valo hoyce
Khub shundor ☺️
অসাধারণ বই