জীবন একটা চলমান যুদ্ধ যেখানে রোজ যুদ্ধের কৌশল বদলে নিজেকে তীব্রতর যোদ্ধা বানাতে হয়। যুদ্ধের কৌশল যার যত মজবুত এবং ধারালো সে ততই টিকে যায় কঠিন পৃথিবীর নিষ্ঠুর নিয়মের মধ্যে। যুদ্ধ যেখানে রোজকার ব্যাপার, সেখানে ভালোবাসা, মায়া, অনুভূতির খুব একটা মূল্য নেই। কেউ জন্মেই সুখের সাগরে ভেসে বেড়ালেও কারো কারো জীবন শুরুতেই যুদ্ধের ময়দান থেকে। পথশিশুদের জীবন দেখলে মনে হয় জন্মই যেনো ওদের আজন্ম পাপ৷ যেখানে জন্মের পর আদর সোহাগ পাবার কথা, সেখানে জুটছে তীব্র সংকট বেঁচে থাকার লড়াই।। করোনা বহু শিশুকে পথ শিশু হতে বাধ্য করেছে। কেউ কেউ অভাবে পড়ে শিশুকে নামিয়ে দিয়েছে মাস্ক বিক্রি করতে। ছোট শিশু গুলো দৌড়ে বাসে উঠে, মাস্ক বিক্রির জন্য অনুনয় বিনয় করতে থাকে। এরা জন্মেই যেনো সেল করার কঠিন শিক্ষা নিয়ে ফেলেছে। কখনো কখনো এদের নেগোসিয়েশন দেখে রীতিমতো অবাক হইতে বাধ্য হই। কি অদ্ভুত দক্ষতা এদের কারো নিকট মাস্ক বিক্রি করার। কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এসব দিতে পারবে বলে মনে হয় না।