মূলত ছড়া কবিতা জগতের লেখক আমি। বিভিন্ন পত্র-পত্রিকা, সংকলনে প্রকাশিত লেখা এবং একক বইগুলোও তাই ছড়া কিংবা কবিতার। একসময় গল্প, উপন্যাস এর প্রতি আগ্রহ জন্মায়। তবে গল্প লিখতে বসলেই ব্যস্ততা আর খানিক অলসতা আমাকে পিছু টেনে ধরে। কয়েক লাইন লিখেই ফেলে রাখা হয়। এভাবে বছর দু'য়েক যায়। একসময় মনোযোগ দিলাম গল্পের দিকে। গল্প মানে নিছকই গল্প বলা। সেই সাথে লেখাতে কিছু মেসেজ চলে আসে আপনা আপনিই। পাঠক যারা অনলাইনে আমার গল্প এবং উপন্যাস পড়েছেন তারা মুগ্ধতা জানিয়েছেন। এই জগতে নতুন হিসেবে সে আমার অনেক বড় পাওয়া। বিভিন্ন জনরার দশটি গল্প নিয়ে সাজিয়েছি "রোয়াংছড়ির পাহাড়ে" বইটা। আশা করি আমার পাঠকরা নিরাশ হবেন না।