আল্লাহ তায়ালা বলেছেন- “হে মুমিগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে আছেন।” [সুরা বাকারাঃ১৫৩] ইমাম ইবনু তাইমিয়্যা রহিমাহুল্লাহ বলেন- “ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি করানো হয় তাদের ঈমানকে বিশুদ্ধ ও তাদের পাপকে মোচন করানোর জন্য। কারন ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ কেবল রবের সন্তষ্টির জন্য করে। তাই জীবনে সহ্য করা এই দঃখ-কষ্টগুলোর জন্য তাদের পুরস্কার দেয়া রবের জন্য অপরিহার্য হয়ে যায়।” [মাজমু’উল ফাতাওয়াঃ ১৮/২৯১]
Good
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি বই। বর্তমান ফিতনার যুগে টিকে থাকার অনেক উপায় বলে দেয়া হয়েছে। পূর্ববর্তী মনীষীদের কাছ থেকে ধৈর্য শেখার অনেক অনুপ্রেরণা লাভ করা যায়।
ভালো। গোছানো বই। বানান ভুল কমানো উচিত
খুব ভালো একটা বই। সবার পড়া উচিত। তবে, অনুবাদটা আরেকটু সহজ হলে ৫ স্টার রেটিং দিতে পারতাম।
এই বই টা প্রত্তেকেরি একবার হলে পড়া দরকার।এবং বই টা পড়লে নিজের জীবন কে নতুন করে, সাজাতে পারবেন।লেখক এখন কারাগারে বন্ধি আছে সৌদিতে, দুয়া করি, এই ভালো মানুষটা কে দ্রুত মুক্তি দান করেন।আমিন।
Nice