'অশ্রু তুমি চিবুকেই হও শেষ' ইমতিয়াজ আহমেদ সম্পাদিত বইটি মূলত একটি যৌথ কাব্যগ্রন্থ। তিনজন তরুণের লেখা কবিতা স্থান পেয়েছে বইটিতে। কবিতাগুলোতে মানব জীবনের প্রগাঢ় ভালোবাসার মুহুর্ত, প্রেমময় সময়, প্রেমিক মনের আকুতি আর সমাজ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে। কবিতাগুলো পড়তে পড়তে বইয়ের পাতায় ডুবে যাবেন যে কোন পাঠক, প্রত্যাশা এতটুকুই।