অন্ধকারে আলোতে তোমার সঙ্গে এক মগ কফি পানের স্বপ্ন আজন্মকাল থেকে। প্রতিদিন সাহসের কয়েন জমাই বুকপকেটে। জানি- একদিন এ বুকে তোমার আকাশ নেমে আসবে। বুকের পিঞ্জর ভেঙে মনের মেঝেতে ঝনঝনিয়ে ওঠবে সাহসের সমূহ কয়েন। বিজ্ঞপ্তি ছাড়া কোনো এক রাইফেলরাতে মুখোমুখি হবো টিপের ভেতর মরে যাবার কাঙ্ক্ষা নিয়ে। ঈশ্বর, আমার এখন সহস্র সাহসের কয়েন দরকার- শূন্য বুকপকেটে কেবল হাহাকারের অনুরণন।