আশা বাস্তবিক রূপ ধারণ করে নতুন কোনো পরিবর্তনের সুরে। যা সমাজকে তাড়িত করে শৈল্পিক কোনো কাজের ভাঁজে। নবীনরাই শুদ্ধতা তৈরি করে স্বপ্ন বাস্তবিকতা রূপদানের মাধ্যমে। কবির মন থেকে অসীম রহস্য অভিপ্রায়ের টানে শব্দময় আকার ধারণ হয়ে জন্ম নেয় কবিতার। যা অনেক ক্ষেত্রে সমাজ পরিবর্তনের বৈপ্লবিক ভূমিকা পালন করে।