প্রখ্যাত গীতিকবি লোকমান হোসেন ফকির সগর্বে উচ্চারণ করে গেছেন- ‘আমি লিখতে পেরেছি বিশ্বের সেরা মুক্তির ইতিহাস-’। মূলত দুটি কারণে কথাগুলো মনে পড়লো। প্রথমত, আমি সুদীর্ঘকালের লালিত বাসনা আজ চরিতার্থ করতে পারলাম ‘প্রাণের মানুষ’ প্রকাশের মধ্য দিয়ে আমার কাছের শ্রদ্ধেয় ২৬জন গুণী মানুষকে নিয়ে লেখাগুলো ছাপার অক্ষরে বের করে পাঠক সমক্ষে তুলে ধরতে পেরে। দ্বিতীয়ত, যাঁদের নিয়ে লিখেছি তারা বড়ই গর্বের ধন, দেশ ও জাতির ছিলেন পরম সম্পদ এবং তাঁদের বেশিরভাগই ছিলেন মুক্তিপাগল দেশপ্রেমিক, মানবতাবাদী আর অসাম্প্রদায়িক চেতনার। তাঁরা অবদানের এমন পূর্ণ ফসল রেখে গেছেন যার জন্য প্রাতঃস্মরণীয়। আমাদের প্রাত্যহিক জীবনে হয়ে আছেন পথনির্দেশক আর অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত।