আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটি গভীর গবেষণা মূলক ও বুদ্ধিভিত্তিক গ্রন্থ এটি । আল-কোরআনে মহান আল্লাহ তাঁর অস্তিত্ব সম্পর্কে শুধু ধারণাই প্রদান করে নি, বরং তাঁর অস্তিত্বের ও তাঁর পরিচয়-নির্দেশক ইশারা, ইঙ্গিত, নিশানা ও নিদর্শন বর্ণনা করেছেন । আল্লাহর অস্তিত্ববাদ বিজ্ঞানবাদের সাথে সাংঘর্ষিক নয় বরং পরস্পর সম্পূরক ও সঙ্গতিপূর্ণ -এই বার্তা এই গ্রন্থে বিধৃত আছে। তা ছাড়া, এই গন্থে সফলভাবে মানবের ইহজাগতিক জীবন প্রশাসন ও চিরশান্তি অর্জনের স্বার্থে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্পাকের আদেশ-নিষেধের বৃত্ত-আশ্রিত চেতনায় অবগাহিত হবার ধারণাকে সম্প্রসারণ করা হয়েছে।