লেখক, গবেষক ও বিদেশের কয়েকটি বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ জিয়াউল হকের আত্ম-জীবনী গ্রন্থ এটি । লেখক কি ভাবে বাংলাদেশে গ্রামের বেগুন বিক্রেতা থেকে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ও কিভাবে জীবনের ধাপে ধাপে দুঃখ -বেদনার উত্তাপে লুড়ে পুড়ে আনন্দের ও সাফল্যের মালা গেঁথেছেন তার রুদ্ধশ্বাস বর্ণনা দিয়েছেন তার এই জীবনীগ্রন্থে । বিশ্বের উন্নত দেশের ৩৫টি শহরে বিচরণের মাধ্যমে জীবন সম্পর্কে অর্জিত ও সঞ্চিত অভিজ্ঞতার এক অনুপম বর্ণনা রয়েছে এই গ্রন্থে।