আদি কবি বাল্মীকি সৃষ্টি তার রামায়ণ। কল্পরসের রত্নাকর তা হয়নি শেষ অধ্যয়ন। আদি কারণ কী যে ছিল বিশ্ব সৃষ্টির ক্ষণে। দার্শনিক আর জ্যোতির্বিদ ভিন্ন জনে জনে। আদিকালে এ পৃথিবী ছিল একটা জঙ্গল। মানুষ তাতে দিনে দিনে সৃষ্টি করে মঙ্গল। আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া। দুজন হতে হাজার কোটি মানুষ বেড়ে যাওয়া।