তুখোড় একটা হ্যাকারের পাল্লায় পরেছে মিম এবং তার বয়ফ্রেন্ড রাফসান । তাদের সমস্ত প্রাইভেট মুহূর্ত গুলো হ্যাকার হাতিয়ে নিয়েছে । মিমকে কঠিন ভাবে ব্লাক মেইল করছে হ্যাকারটি কিন্তু এর মধ্যে উঠে এলো মিমেরও কৃত অনেক কুকীর্তি । হ্যাকার ছুড়ে দিল কিছু টাস্ক । যেগুলো কমপ্লিট করতে পারলেই মুক্তি । পারবে কি মিম সেসব টাক্স জিতে নিজেকে মুক্তি করে নিতে? আর রাফসানও এদিকে প্রানপন চেষ্টা করছে । সে কি পারবে তার গার্লফ্রেন্ডকে রক্ষা করতে? আর কেই বা সে হুডি পরিহিত হ্যাকার?