‘গানে আমার জীবন, গানে জীবন মরণ/ গানের সঙ্গে বসবাস, নিত্য মহামিলন...’ আমার লেখা একটি গানের চরণ উল্লেখ করলাম ‘গান আর গানের মানুষ’ গ্রন্থের প্রাসঙ্গিকতায়। আমি মনে করি- গান যেমন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালাতে পারে তেমনি পারে বেদনায় ফুল ফুটাতে। বিশ্বাস করি, ‘মানবতার চেয়ে বড় ধর্ম কিছু নাই/ মানুষের গান গেয়েই যেন ঈশ্বর খুঁজে পাই’। আমি মানুষের মধ্যদিয়ে পাঠক খুঁজি, বুঝি মানবপ্রেমই হচ্ছে সবচেয়ে বড় কথা। সব ধর্মের মূল সুরও মানবধর্ম। আমি দেশপ্রেমিক ও মানবতাবাদী অনেক গানের মানুষ, প্রাণের মানুষের সান্নিধ্য লাভ করে ধন্য। তার মধ্যে ক’জন মাত্র গুণী মানুষের জীবন, গান নিয়ে কিছু লেখা এবং শতাধিক গান ‘গান আর গানের মানুষ’ গ্রন্থে অন্তর্ভুক্ত করলাম।