উপলব্ধির আঙিনায় প্রতিদিন কোনো না কোনো কথা সন্তর্পনে জমা হয়; যে কথাগুলো বাষ্পরুদ্ধ-কণ্ঠ কিংবা আনন্দ-স্রোতের আড়ালে পড়ে থাকে অজান্তে, কখনও-বা আবার সেগুলো প্রতিফলিত হয় বাস্তবতার আয়নায়। প্রতিনিয়ত দ্বান্দ্বিক সময়ের মধ্যে দিয়ে কেউ কেউ হেঁটে যান নিভৃতে, বোধের ভ্রান্তি যেখানে বিলাসী হয়ে হারিয়ে যায় মহাকালের গহীন অন্ধকারে, সেখানে কিছু কবিতা হয়ে ওঠে জীবনের শ্বেতপত্র। তেমন কিছু কবিতা নিয়েই এই কাব্যগ্রন্থ- ‘অন্তহীন কুহেলিকা’।