আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ চরিত্র বিটলু মিয়া। বিটলু মিয়ারা আমাদের দেশে সর্বত্র বিরাজমান এবং স্বমহিমায় দেদীপ্যমান। বিটলু মিয়ারা স্কুল, কলেজ, কোচিং, বিশ্ববিদ্যালয়, ব্যবসা- বাণিজ্য, চাকরি, রাজনীতি থেকে শুরু করে নীতিনির্ধারণের উচ্চ পর্যায়ে বহাল তবিয়তে আছেন। অধিকাংশ ক্ষেত্রে বিটলু মিয়ারাই আসল নিয়ন্ত্রক। বিটলু মিয়াদের বিটলামির জন্য কখন কোথায় “কী হইতে কী হইয়া যায়” বলা মুশকিল। লেখক বিটলু মিয়াদের বিটলামি নিয়ে লিখেছেন হাস্যরস এবং রমণীয়তায়।