সন্ধ্যা নেমে এসেছে সবাই ব্যাস্ত নিজের নিজের গন্তব্যর দিকে যাওয়ার জন্য!! পাখি গুলো কিচিরমিচির করে উরে চলছ। হয়তো পাখি গুলো নিজের নিজের ঘরে ফিরছে। ঠান্ডা ঠান্ডা বাতাস ও চলা শুরু করেছে! ওপরে আলোকিত আকাশ!! চারপাশে গাছ পালার মধ্যে পাখির কিচিরমিচির। পাহাড় থেকে তিরতির সন্ধ্যা নেমে আসছে। ক্রমে চার পাশে নেমে আসে হালকা অন্ধকার।ধিরে ধিরে অন্ধকার নেমে আসে,পানীর রং লাল কালো হয়ে যায় মনে হচ্ছে সজীবের খুশীতে পানি রং পরিবর্তন করেছে!! কিন্তু ওটা বেশি সময়ের জন্য না।
ভাই আরো লিখেন
Read all reviews on the Boitoi app
hmm 🙄🙄
Masha Allah. Masha Allah. Feels really great to read this story! Jajak Allahu kairan bro for giving us a Islamic story like that. Go ahead bro N the writing have been really so so beautiful!
আমার অনেক ভালো লাগলো। দারুণ