আমরা এমন একটা সময়ে বেঁচে যেখানে সাফল্য হিসেব হয় সস্তা সুখের প্যারামিটারে। কী করো- মানে তুমি কত কামাই করো। কেমন চলছে -মানে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এখন কেমন। নৈতিকতার সবচেয়ে বড় মাপকাঠি হলো -‘মানুষ কী বলবে’, ‘সমাজের আর দশজন কী করছে। চাকার ভেতরে আটকে পড়া ইঁদুরের মত ক্রমাগত ছুটে চলি। কিন্তু এই ছোটা আমাদেরকে গন্তব্যের কাছে নিয়ে যায় না। প্রতিটি দিন শুরু করি ঠিক যেন আগের জায়গা থেকে। চক্র চলতে থাকে।
আমার পড়া অন্যতম সেরা বই। একবার শেষ করেছি বছর খানেক হলো, আবার নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছি ইন শা আল্লাহ্ পড়তে
Read all reviews on the Boitoi app
বইটি অসাধারণ।প্রত্যেকটি গল্প বাস্তবতা কে চিনতে , নিজের মুলকে জানাতে চায়।