নিবিড় সৌন্দর্যে পথভারি হওয়া দিনটা দীর্ঘ এক গল্পের শেষ কোনো পৃষ্ঠা কিংবা হলে হোক নীলাকাশ মাঝে সাদা আঁচড় কিছু হোক বা না, বিষন্নতায় মন এফোঁড় ওফোঁড়। এক ক্লান্ত মানব ঘাম মুখে বললে, 'খুব কষ্ট'! এক বাচ্চা মেয়ে কান্নাচেপে; বদন আড়ষ্ট! সেদিন তো দেখলাম এক বিধবা নারী মাতৃত্ব বয়ে বেড়াচ্ছে, ঝক্কি ভারী! দেখে এক ছোট্ট কন্যার আগমন, মনটা খানিক শান্ত হলো মায়াবী মুখ, সাথে অনাবিল ঙ্শশবের আভাস! সব বিষন্নতা কেঁড়ে নিলো ভাবতে লাগলাম, আরে!