আজ রাতে আসমানে কোনো জলসা হবে না। কবিতা রূপী হুরেরা নৃত্য করবে না। আজ রাতে আর শব্দের শারাব পান করবে না কোনো কবি। কবি'র কলম দুমরে মুচরে দিয়েছে কেউ। আজ রাতে আর দয়িতার সহিত সাক্ষাত হবে না। না হবে পঙ্কতিমালার ঝলকানি। আজকের রাতকে অভিশপ্ত করে দেওয়া হোক। সকল প্রেমিক-প্রেমিকাকে ফাঁসি কাঠে চড়ানো হোক। তবেই ঙ্তরি হবে আরো একটি নতুন কবিতা।