আমাদের মা স্নেহের কবিতা চোখের কাজলে লেখা, আমাদের মা নিজের মতন বাঁচতে বাঁচাতে শেখা। আমাদের মা যোগ্যি বাড়ির একশো লোকের রান্না, আমাদের মা শোবার ঘরের গুন গুন গুন কান্না। আমাদের মা ভেঙ্গে যাওয়া প্লেট অনাসৃষ্টি কাণ্ড, আমাদের মা খুন্তি, বাসন নুন-মরিচের ভাণ্ড। আমাদের মা মর্জিমতন দু'বেলা চায়ের কাপ, আমাদের মা কাঠের উনুনে নুডুলস, টিক্কা, চাপ। আমাদের মা বছরে চারটে সস্তা সুতির শাড়ি, আমাদের মা পথ ভুলে গেছে- চিনতে বাপের বাড়ি। আমাদের মা শাশুড়ী-ননদ দেবর-ভাসুর-জা'র,