- ব্যবসাটাও তো করতে পারতে। - ব্যবসা করার জন্য এত টাকা কোথায় পাবো বলো তো। - বাবাকে বললেই তো দিবে। - শ্বশুরের টাকায় ব্যবসা করার মতো মানুষ আমি না আলভী। সেটা তো তোমার জানার কথা। - আমি জানি তুমি আত্মমর্যাদা সম্পূর্ণ। তবুও একবার ভেবে দেখলেও তো পারো। - একজন ব্যবসায়ীর থেকে একজন পাইলটের সম্মান কম কিসে? - আমি সেটা বলছি না। সব পেশার মানুষই সমান মর্যাদার অধিকারী। - তুমি কি ভয় পাচ্ছো, আমি তোমার থেকে দূরে গিয়ে অন্য কোনো সর্ম্পকে জড়াবো?........... ।
সৃষ্টিকর্তা তোমার মনের সকল আশা পরিপূর্ণ করুক। তোমার খ্যাতি বিশ্ব ব্যাপি ছড়িয়ে পরুক। শুভকামনা রইলো।
Read all reviews on the Boitoi app
Farukhmyan
অনেক সুন্দর হয়েছে 💖
আসলেই অনেক সুন্দর করে গুছিয়ে লেখে এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ 🖤
চমৎকার হয়েছে