ডাকবে তো সে ডাকে সাড়া দেবেন। কাঁদবে তো তোমার অশ্রু মুছে দেবেন। পায়ে পড়বে তো বুকে জড়িয়ে নেবেন। মাকে ডাকো, কখনো শুনবে কখনো শুনবে না। আব্বাকে ডাকো, কখনো শুনবে কখনো শুনবে না। দুনিয়ার রাজা-বাদশাদের কাছে ধরনা দিতে যেয়ো না। আমরা তো যাই তাদেরকে আল্লাহর পয়গাম শোনাতে। তাদের কাছে দুনিয়াবী মতলব ও গরজ হাসিলের উদ্দেশ্যে নয়। তারা না কারোর ক্ষতি করতে পারে, না কারোর উপকার করতে পারে। তাদের তো সময় নেই, তোমার কথায় মনোযোগ দেওয়ার ফুরসতই নেই। তাদের ক্ষমতাও নেই কিছু করার। তাদেরকে তুমি কিছু বলবে, তারা আবার আরেকজনকে বলবে, অমুকের এটা করে দিতে হবে। সে করবে, না-করবে না্তসেই অনিশ্চয়তা দূরই হবে না। আবার ফোন করো। এদিক যাও, ঐখানে অমুকের কাছে যাও। করো... যাও... কী প্রয়োজন? ছেড়ে দাও, ছেড়ে দাও...
ভালো
Read all reviews on the Boitoi app