সাড়ে চৌদ্দশ বছর আগে মক্কা নগরে হিরন্ময় আলোর দ্যুতি ছড়িয়ে নারীদেরকে মুক্তি দিয়েছিলেন এক মহামানব! আর তাকে ভালোবেসে, আপন জীবনে জড়িয়ে অনেকে হয়ে উঠেছেন মহীয়সী; যারা তাঁর দেখানো পথ ধরে পৌঁছে গিয়েছিলেন ত্যাগের মহিমাময় অসীম উচ্চতায়। সে সময়কার আটজন বিখ্যাত সাহাবিয়াকে নিয়ে এই গ্রন্থের প্রয়াস। নারীজীবনের প্রকৃত সাফল্যগাথা খুঁজে পেতে যারা মরিয়া, তাদের জন্য এই গ্রন্থ আলোকমশাল হয়ে জ্বলছে!