শিশু কয়েক ঘণ্টা বাহিরে থেকে বেরিয়ে এসেছে। ঘরে ফেরার পর ওই মুহূর্তে শিশুকে এমন ভালোবাসা ও মুহব্বাত দিবেন, যাতে তার মনে 'সুন্দর ও ভালো লাগাগুলো' দৃঢ় মজবুত হয়ে বসে যায়। আর মন্দ ও দুশ্চিন্তা আনে এমন স্বভাবগুলো তার থেকে দূর হয়ে যায়। এই জন্য শিশু যখন মাদরাসা বা স্কুল থেকে ঘরে ফেরে, ওই মুহূর্তের কিছু সময়ের দায়িত্ব যেসব মায়েরা ভালো করে খেয়াল করেন; তাদের সন্তানরাই নেককার ও ভালো চরিত্রের অধিকারী হয়। খুব শান্ত সুষ্ঠু ও উন্নত চরিত্রের হয় এবং বাবা-মাকে সম্মান ও সেবা করতে শেখে। এরকম সন্তান কখনো ছোট বেলার স্মৃতি ভুলতেই পারে না, যখন আমি মাদরাসা থেকে আসতাম, আম্মু তখন খুব আদর করে আমার অবস্থা জানতো, আমাকে ভালোবেসে খাইয়ে দিতো।